মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ওষুধ, ড্রাগ লাইসেন্স, জনবল না থাকা, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নোয়াখালীর ইসলামী হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালের দুই মালিককে বিভিন্ন মেয়াদে দন্ড দেওয়া হয়। গতকাল নোয়াখালী সিভিল সার্জন এ অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার, মেডিকেল অফিসার সৌরভ ও র‌্যাব-১১-এর একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স ও জনবল না থাকা, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় মালিকপক্ষের একরামুল মোমেনিন ও শিব্বির আহমেদকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পুলক নন্দী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, লাইসেন্স না থাকায় হাসপাতালটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর