মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাতিজাদের বাঁশের বেড়ায় অবরুদ্ধ চাচার পরিবার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ হয়ে আছে এক প্রবাসীর পরিবার। দীর্ঘ তিন মাস ধরে ওই পরিবারটি স্বাভাবিক চলাচল করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামে প্রবাসী মজিবর রহমানের বাড়ি। তার বাড়ি ঘেঁষা প্রতিবেশীদের আবাদি জমির চারপাশ বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে প্রবাসীর বাড়ির লোকজন স্বাভাবিক চলাচল করতে না পেরে অবরুদ্ধ হয়ে আছে।

 বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে জানালেও তারা এখনো কোনো মীমাংসা দিতে পারেনি।

মজিবরের বাবা জালাল উদ্দীন বলেন, তারা তার আপন ভাইয়ের সাত ছেলে ও ভাতিজা মিলে বাঁশের বেড়া দিয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ইউনিয়ন পরিষদের সদস্যকে বিষয়টি দ্রুত মীমাংসা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেশী ইলিয়াছ বলেন, এটা তাদের রেকর্ডকৃত সম্পত্তি। আবাদি জমি তাই এখানে আমগাছ লাগিয়ে বেড়া দিয়েছি।

 

সর্বশেষ খবর