মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে মুকুল (৩২) নামে একজনকে কুপিয়ে হত্যার মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম দন্ডাদেশ দিয়েছে আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জন বেকসুর খালাস পেয়েছেন। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন ডলার, সুইট, আলাউদ্দিন, বাক্কার আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও বাহার আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি পুখুরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মুকুলকে জমিসংক্রান্ত বিরোধের জেরে আসামিরা কুপিয়ে হত্যা করেন। মুকুলের বাবা রবিউল ইসলাম ১১ জনকে আসামি করে ১২ জানুয়ারি শিবগঞ্জ থানায় একটি হত্যা মামরা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ ২০১৫ সালের ১১ আগস্ট ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে গতকাল বিচারক রায় দেন।

সর্বশেষ খবর