মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নিউক্লিয়ার ডে পালিত

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে’ পালিত হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সংশ্লিষ্টরা জানান, ২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রিঅ্যাক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়।

দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর ৩০ নভেম্বরকে নিউক্লিয়ার ডে হিসেবে পালন করা হয়। পরে ঈশ্বরদী পৌরসভায় তথ্য কেন্দ্র উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে নিউক্লিয়ার প্রেসার ভেসেল বিষয়ে একটি সেমিনারও হয়। তথ্য কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য প্রকৌশলী আবদুস সালাম। বক্তব্য দেন ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পাবিপ্রবি পদার্থবিদ্যার শিক্ষক প্রীতম কুমার প্রমুখ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর জানান, রাশিয়ার সর্বাধুনিক সর্বশেষ প্রযুক্তিনির্ভর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ২ ইউনিটবিশিষ্ট এ কেন্দ্রে রাশিয়ার ৩জি+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হবে। উদ্বোধনী বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এ প্রকল্প সব প্রতিবন্ধকতা এড়িয়ে দ্রুত এগিয়ে চলছে। তিন বছর পর এ দিনেই বিদ্যুৎ প্রকল্পটি উৎপাদনে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর