বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচারণায় তৃণমূল চাঙ্গা

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচারণায় তৃণমূল চাঙ্গা

তফসিল না হলেও জেলার চার পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তৃণমূলে এখন চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী শহর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. মোখলেসুর রহমান প্রচারণা শুরু করেছেন। অন্য সম্ভাব্য প্রার্থী জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটনও কাজ করছেন। এ ছাড়া বিএনপি প্রার্থী হিসেবে জেলা সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম টিপু, শহর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ময়েজ উদ্দিন ও সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভায় সৈয়দ মনিরুল ইসলাম প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে গত নির্বাচনে বিদ্রোহী হয়ে বিজয়ী বর্তমান মেয়র কারিবুল হক রাজিন এবং আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া প্রচারণা চালাচ্ছেন। এ পৌরসভায় বিএনপির প্রার্থী হিসেবে শামীম কবির হেলিম, আশরাফুল আলম রশিদ ও সফিকুল ইসলামের নাম শোনা যাচ্ছে। নাচোল পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন বর্তমান মেয়র আবদুর রশিদ খান ঝালু।

অন্যদিকে বিএনপি প্রার্থীদের প্রচারণা এখানে খুব একটা দৃশ্যমান নেই। তবে মেয়র পদে বিএনপি নেতা নূর কামাল, আমানুল্লাহ মাসুদ ও প্রস্তাবিত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণা শুরু করেছেন। এ ছাড়া গোমস্তাপুর পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক মেয়র মুহা. গোলাম রাব্বানী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আকবর মুক্তি এবং মতিউর রহমান মতি খান প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আর বিএনপি প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বর্তমান মেয়র তারিক আহমেদ। তবে এখানে অন্য দলের প্রার্থীদের তেমন প্রচারণা দেখা যায়নি। তবে সবকটি পৌরসভাতেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জামায়াতে ইসলামী গোপনে কার্যক্রম চালাচ্ছে বলে শোনা যাচ্ছে।

সর্বশেষ খবর