বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অংশ নেননি মুক্তিযুদ্ধে তবুও তালিকায় নাম

আফজাল, টঙ্গী

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেই মুক্তিযোদ্ধা তালিকায় নাম। এমন অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশন পূবাইল ৪১নং ওয়ার্ড খিলগাঁও এলাকার বাসিন্দা আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে। স্বাধীনতার ৪৭ বছর পর হঠাৎ নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে এলাকায় বির্তকে রয়েছেন তিনি। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে কিভাবে মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ সব সুবিধা ভোগ করে আসছেন। এ নিয়ে জনমনে চলছে নানা আলোচনা সমালোচনা। এ ঘটনায় ওই এলাকায় মুক্তিযোদ্ধাদের মধ্যেও চাপা ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন পূবাইল ৪১নং ওয়ার্ড খিলগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাই সরকারের ছেলে আব্দুর রউফ সরকার। দৃষ্টি আকর্ষণ করা হলে রউফ সরকার বলেন, আমার কাছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সকল প্রমাণাদি রয়েছে।

মন্ত্রণালয় থেকে ২০১৩ সালে প্রকাশিত প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম আসে। এরপর তিনি ভাতাসহ অন্যান্য সুবিধা গ্রহণ করেন। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা  তালিকা থেকে বাতিলের জন্য আবেদন করেন।

সর্বশেষ খবর