বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রিজে উঠতে ভোগান্তির শেষ নেই

নওগাঁ প্রতিনিধি

ব্রিজে উঠতে ভোগান্তির শেষ নেই

নওগাঁর বদলগাছীর ছোট যমুনা নদীর ওপর দেউলিয়া (চারমাথা) মোড়ে বেইলি ব্রিজের নির্মানকাজ সম্পন্ন হলেও দুই পাশে সংযোগ রাস্তাটি এখনো করা হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা যায়, প্রায় ৫ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। কাজ শেষ হওয়ার সময়সীমা ছিল ২০১৯ সালের অক্টোবর মাস। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি সংযোগ রাস্তার কাজ এতদিনে শেষ করা হতো কিন্তু এলাকাবাসী রাস্তায় মাটি ফেলতে বাধা দেয়। বদলগাছী উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, দেউলিয়া (চারমাথা) ছোট যমুনা নদীর ওপর ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়েছে। করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগছে। এর জন্য মেয়াদ বাড়ানোর কাগজপত্র পাঠানো হয়েছে। প্রকল্পের কাজ শুরুর আগে এলাকাবাসীর সঙ্গে বসে মিটিং করা হয়েছিল। তখন এলাকাবাসীকে বলা হয়েছিল ব্রিজ হবে কিন্তু সংযোগ রাস্তাটি তৈরি করতে জায়গাজমি দিতে হবে। তারা সে সময় জমি দিতে রাজি হয়েছিল কিন্তু ব্রিজটি নির্মাণ সম্পন্ন হওয়ার পর জমি দিতে তালবাহানা করছে। তারপরও এলাকাবাসীর সঙ্গে মিটিং করে দ্রুত সংযোগ রাস্তার কাজ শেষ করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর