শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ধামরাইয়ে চার প্রার্থীর ভোটযুদ্ধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে চার প্রার্থীর ভোটযুদ্ধ

আসন্ন ঢাকার উপকণ্ঠের ধামরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে ভোট যুদ্ধে নেমেছেন। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম কবির ফের জয়ী হতে মরিয়া হয়ে ভোট চাচ্ছেন। এদিকে হারানো পৌরসভার চেয়ার ফিরে পেতে সাবেক মেয়র বিএনপির সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন মঞ্জুও বসে নেই। জয়ের আশায় ইসলামী আন্দোলনের প্রার্থী কারি মো. শওকত আলীও দোয়া চাচ্ছেন সবার কাছে। অপর বিএনপির বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমানের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। হয়তোবা নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। জানা গেছে, ধামরাই পৌরসভা নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। পয়লা ডিসেম্বর মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল প্রাপ্ত মনোনয়নপত্র যাচাই বাচাই শেষ করেছেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার। মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান পৌরসভার মেয়র গোলাম কবির, বিএনপির সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কারি মো. শওকত আলী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সভাপতি মো. আতিকুর রহমান। প্রার্থীরা ইতিমধ্যে ব্যাপক প্রচারণায় নেমেছেন। তারা নিজ দলের নেতা-কর্মীরা নিয়ে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। জয়ী হতে ভোটারদের মন জয় করতে দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, এমন একজন মেয়র তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। যিনি সব দিক দিয়েই যোগ্য। তার মাধ্যমে পৌরসভার উন্নয়ন সম্ভব। যিনি পৌরসভাকে মাদক, বাল্যবিয়েসহ বিভিন্ন অপরাধমূলক কাজ রোধ করতে পারবেন। ধামরাই উপজেলা নির্বাচন অফিসার আয়েশা আক্তার জানিয়েছেন, পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র রয়েছে ২১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১০৮টি। ভোটার রয়েছে ৪২ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে নারী ভোটার ২২ হাজার ৬৫ এবং পুরুষ ভোটার রয়েছে ২০ হাজার ৫৭৯ জন। আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিগত পাঁচ বছর আমি ধামরাই পৌরসভার মেয়র পদে থেকে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। নির্বাচিত হওয়ার ২৬ দিনের মাথায় পৌরসভাকে খ থেকে ক শ্রেণিতে উন্নীত করেছি। এখন পৌরবাসীরা প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক সুবিধা পাচ্ছেন। পৌরসভায় বর্তমানে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আশা করি ধামরাই পৌরবাসীরা ফের ভোট দিয়ে আমাকে চলমান কাজ শেষ করতে ও পৌরবাসীদের সেবা করার সুয়োগ দিবেন। বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন মঞ্জু জানান, ভোটের দিন ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে আশা করি আমি জয়ী হব। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কারি মো. শওকত আলী জানান, আমার দল থেকে আমাকে সমর্থন দেওয়ায় আমি নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি আমি জয়ী হব। বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আতিকুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর