শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাঙ্গায় আট উপস্বাস্থ্য কেন্দ্র কাগজে আছে, বাস্তবে নেই

আট হাসপাতাল কাগজে থাকলেও স্থাপনা খুঁজে পাওয়া যায়নি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে একজন সহকারী সার্জন, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত আছেন কাগজ-কলমে। এর যেমন স্থাপনা নেই, তেমনি ভাঙ্গা ইউনিয়ন বলতে এখন কিছুই নেই। ১৯৯৭ সালে ভাঙ্গা ইউনিয়ন বিলুপ্ত হয়ে ভাঙ্গা পৌরসভায় উত্তীর্ণ হয়েছে। এ চিত্র উপজেলার সবগুলো ইউনিয়নে। সূত্র জানায়, ৩৯তম বিসিএস উত্তীর্ণ হয়ে ভাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পাঁচজন চিকিৎসা কর্মকর্তা (সহকারী সার্জন) ২০১৯ সালের ১১ ডিসেম্বর যোগদান করেন। এ ছাড়া তিন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে আগেই তিনজন চিকিৎসা কর্মকর্তা কর্মরত রয়েছেন। বর্তমানে এ আট ইউনিয়নের আটজন চিকিৎসক কর্মরত। এ ছাড়া, এর পাঁচটিতে বর্তমানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন। এটি কাগজ-কলমের তথা অফিসিয়াল চিত্র। বাস্তব চিত্র ভিন্ন। তৃণমূলের আটটি হাসপাতাল কাগজ-কলমে থাকলেও খোঁজ নিয়ে একটিরও স্থাপনা খুঁজে পাওয়া যায়নি। ভাঙ্গা উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মধ্যে যে আট ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র (কাগজ-কলমের হাসপাতাল) রয়েছে সেগুলো হচ্ছে কালামৃধা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, কাউলীবেড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, আলগী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ভাঙ্গা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, হামিরদী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, তুজারপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। ঘারুয়া ইউপি চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, ঘারুয়া ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্রের কোনো অস্তিত্ব নেই। শুনেছি কাগজ-কলমে আছে।  ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার বলেন, বর্তমান সরকার তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর কথা বলে। কিন্তু ভাঙ্গার এ আটটি হাসপাতাল বাস্তবে না থাকার কারণে শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু হচ্ছে না।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, যদি এ আটটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা থাকত, তাহলে চিকিৎসা সেবা ও আট ইউনিয়নের তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যেত। অবকাঠামো না থাকায় ওইসব উপস্থাস্থ্য কেন্দ্রে যেসব চিকিৎসকের পদায়ন হয়েছে তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন। ২০১০ সালের আগে থেকেই ওই উপস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পোস্টিং দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর