শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান খানের পরিবারের বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই পরিবার সব হারিয়ে ভাড়া বাসায় দিন কাটাচ্ছে। প্রতিবাদ করলে তারা হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খানের ছেলে সহিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের বসতবাড়িটি শহীদ বাচ্চু সড়কের শকুনি মৌজায়।

বাবার সাফ-কবলা দলিল মূলে ক্রয় করা সম্পত্তি। পৈতৃক সূত্রে আরএস ও এসএ ও বিআরএস রেকর্ডে আমরাই মালিক। আওয়ামী লীগ নেতা শাহাবদ্দিন হাওলাদার আমাদের জমি জবরদখল করে নিয়েছেন। সহিদুল ইসলাম আরও বলেন, মাদারীপুর মৌজার বিভিন্ন দাগের ২৭ শতাংশ জমি দখলে নিয়ে আমাদের উচ্ছেদ করে দিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি রশীদ গৌড়া ও জাহিদ গৌড়া। এ ঘটনায় গত ২৭ জুন সদর থানায় জিডি এবং আদালতে মামলাও করি। কিন্তু প্রতিকার পাইনি। আওয়ামী লীগ নেতা শাহাবদ্দিন হাওলাদার বলেন, ‘আমরা পৌরসভা থেকে লিজ নিয়ে সেই জমিতে বসবাস করছি। কোনো দলিলের জমি দখল নেইনি। পৌরসভা চাইলে তাদের জমি ছেড়ে দেব। আমাদের নামে অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন।’

সর্বশেষ খবর