শিরোনাম
শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
গ্যাস বিল বকেয়া

রেলের স্টাফ কোয়ার্টারের সংযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি

গ্যাস বিল বকেয়া থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল স্টেশনের স্টাফ কোয়ার্টারের সংযোগ বিছিন্ন করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কোয়ার্টারের ২৮ পরিবার। দুই দিন ধরে তাদের কেউ বাইরে গর্ত করে কেউ আবার ইট বসিয়ে আগুন জালিয়ে রান্নার কাজ সারছেন। জিআরপি থানার ওসি আলমগীর হোসেন বলেন, প্রতি মাসে আমাদের বেতন থেকে গ্যাসের বিল কেটে রাখা হয়। জালালাবাদ গ্যাস অফিস সূত্রে জানা যায়, গত চৌদ্দ মাসের চার লাখ ১৮ হাজার ৬০৫ টাকা বকেয়া রয়েছে। সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘গত বুধবার সকালে গ্যাস লাইন বিছিন্ন করে দেওয়া হয়। প্রধান বুকিং সহকারী আমজাদ হোসেন বনেল, ‘আমরা খুব বিপদে আছি। অন্যের বাসা থেকে সুজি তৈরি করে তিন বছরের বাচ্চাকে খেতে দিয়েছি।

নিজেরা খেয়েছি হোটেল থেকে এনে।’ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্য্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ রানা বলেন, বকেয়া পরিশোধের জন্য আমরা চারবার চিঠি দিয়েছি। পরিশোধ না করায় সংযোগ বিছিন্ন করতে হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌলশী সুলতান গনী জানান, গত জুনে একটি চেক দিয়েছিলাম। চেক দেরিতে পৌঁছানোর কারণে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন চেক দেওয়া হবে। 

সর্বশেষ খবর