শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপিতে বিদ্রোহী নেই, জাপা প্রার্থী দেয়নি

নজরুল মৃধা রংপুর

মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপিতে বিদ্রোহী নেই, জাপা প্রার্থী দেয়নি

রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার আওয়ামী লীগ ও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। রংপুর নিজেদের ঘাঁটি বলে দাবি করলেও মেয়র পদে জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয়নি। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আহাসানুল হক চৌধুরী টুটুল, বিএনপির ফিরোজ শাহ, ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন ও স্বতন্ত্র অধ্যাপক আজিজুল হক। বদরগঞ্জ পৌরসভা গঠন হয় ১৯৯৯ সালে। প্রথম প্রশাসক ছিলেন আওয়ামী লীগ নেতা উত্তম কুমার। ২০০০ সালে প্রথম নির্বাচনে উত্তম কুমার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর পর থেকে তিনটি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। এবার মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী আহাসানুল হক চৌধুরী টুটুল প্রয়াত সাবেক মন্ত্রী আনিছুল হক চৌধুরীর পুত্র। তার চাচাতো ভাই ডিউক চৌধুরী বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের এমপি। পারিবারিক ঐতিহ্যের কারণে এবার তিনি মনোনয়ন পেয়েছেন বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক এক সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত এক দশক থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বিগত তিনটি নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। সাধারণ ভোটার মনে করছেন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর। তবে যুদ্ধাপরাধী হিসেবে দ-প্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজাহারুল ইসলামের বাড়ি বদরগঞ্জে। তাই জামায়াতের কিছু ভোট বিএনপি পেতে পারে বলে এমনটা মনে করছেন সাধারণ ভোটাররা। অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। সব মিলিয়ে দেখা গেছে বদরগঞ্জে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিষ্ঠালগ্ন থেকেই বদরগঞ্জ পৌরসভা শাসন করছে আওয়ামী লীগের প্রার্থী। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদিন প্রার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো মেয়র প্রার্থীই নির্বাচনী ইশতেহার তৈরি করেননি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১১ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বদরগঞ্জ পৌরসভায় মোট নয়টি ওয়ার্ড রয়েছে। পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৭২২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৬০ জন। এবার ভোটাররা ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ খবর