শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গোপসাগর থেকে আটক ১৭ ভারতীয় জেলে কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল আদালতের বিচারক এ নির্দেশ দেন। আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া মাছ বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সূত্র জানায়, মঙ্গলবার মোংলা বন্দরের কাছে বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিশিং বোর্ড থেকে ১৭ জেলেকে আটক করে কোস্টগার্ডের একটি দল। এ সময় বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ জব্দ করা হয়। বুধবার রাতে মাছসহ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। আটকদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। মোংলা থানার ওসি জানান, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমানা অবৈধ অনুপ্রেবেশ ও মাছ চুরির অভিযোগে মামলা হয়েছে।

সর্বশেষ খবর