শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গর্ভেশ্বরীর বুকজুড়ে ফসল

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

গর্ভেশ্বরীর বুকজুড়ে ফসল

দিনাজপুর সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া গর্ভেশ্বরী নদী এখন আবাদি জমি। বিভিন্ন স্থানে নদীর বুকজুড়ে চাষ হয়েছে বিভিন্ন ফসল। মাঝে মাঝে সেতু দেখলে বোঝা যায় এখানে নদী ছিল। জানা যায়, গর্ভেশ্বরী নদীতে বর্ষার ভরা মৌসুম ছাড়া পানি থাকে না। ফলে বছরের অধিকাংশ সময় নদীতেই চলে আলু, রসুন, কপি, শীতকালীন ফসলসহ বিভিন্ন চাষাবাদ। নদীতে পানি না থাকায় হারিয়ে গেছে স্থানীয় জেলেদের স্বাভাবিক জীবনযাত্রা। এলাকায় দেখা দিয়েছে দেশি মাছের অভাব। মানুষ ভুলতে বসেছে- এক সময় এ নদীটি যে ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম। এই নদীর পানি দিয়ে কৃষকরা চাষাবাদ করত। নদীতে মাছ শিকার করে জোগাত পরিবারের খরচ। নদীর জায়গায় জায়গায় খালে কিছু পানি থাকলেও বেশিরভাগই সমতল কৃষি জমিতে পরিণত হয়েছে। বর্ষার সময় নদী ধারণ করতে না পারায় তখন পাশের জমি তলিয়ে যায়। দিঘন গ্রামের এসএম রকিসহ কয়েকজন জানান, গর্ভেশ্বরী নদীতে এখন পানি না থাকায় জেলেরা তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। আবার কেউ অন্যত্র চলে গেছেন। নদীর পানি না থাকায় শুকনো মৌসুমে সেচও দিতে পারেন না কৃষক।

ভাটিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমসহ কয়েকজন জানান, দিন দিন নদীর চেহারা হারিয়ে হয়েছে সমতল ভূমি। এতে এ নদীর দেশি প্রজাতির মাছ হারানোর পাশাপাশি জেলেরা বেকার হয়েছেন। নদীটি খনন করা হলে এই এলাকার কৃষিকাজের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর