শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিষ মেশানো গম খেয়ে ১৯৩ কবুতরের মৃত্যু

নাটোর প্রতিনিধি

বিষ মেশানো গম খেয়ে ১৯৩ কবুতরের মৃত্যু

বিষক্রিয়ায় মারা যাওয়া কবুতর

দুই বিঘা জমিতে গম চাষ করার লক্ষ্যে বীজ বপন করেছে কৃষক। ইঁদুর ও পাখির অত্যাচার থেকে বাঁচতে গম বীজগুলোতে বিষ মিশিয়ে তা জমিতে ছিটিয়েছিল। সেই বিষ মেশানো গমের বীজ খেয়ে মৃত্যু হয়েছে ১৯৩টি কবুতরের। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া এলাকায় গতকাল সকালে ঘটে এ ঘটনা। জানা যায়, ওই এলাকার নবীর উদ্দীনের ছেলে আলম হোসেন গত বৃহস্পতিবার বিকালে তার জমিতে বিষ মেশানো গমের বীজ বপন করেন। পরদিন সকালে আশপাশের এলাকা থেকে কবুতর এসে তা খেলে মুহূর্তেই সেগুলো মরে ওই জমিসহ আশপাশে পড়ে থাকে। বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন জানান, কালিকাপুর, মহিষভাঙ্গা ও বেড়পাড়া এলাকার কয়েকজনের পোষা কবুতরের মৃত্যু হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবদুল বারেক জানান, বীজ বা খাদ্যে বিষ মিশিয়ে পাখি নিধন আইনত দন্ডনীয়। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর