শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১২

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ও গতকাল সকালে দুই দফায় উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বর্নি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃত্তিকা বাটি ও বাশুড়িয়া গ্রামের লোকজনের মধ্যে বাশুড়িয়া বাজারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নাজমুল হোসেন (নাজিম) ঠেকাতে গেলে তার পিঠে কোপ লেগে তিনি আহত হন। তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রেফার করেন। ওই ঘটনার জের ধরে পুনরায় গতকাল সকালে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর