শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফসলি জমিতে পুকুর খনন করায় জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেওয়েল গ্রামে ফসলি জমিতে পুকুর খনন করায় ভ্রাম্যমাণ আদালতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পুকুর খনন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুবীর কুমার দাশ গতকাল পুলিশসহ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটকের পর এ দন্ডাদেশ দেন। তিনি জানান, অর্থদন্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী অবৈধভাবে রাস্তার ধারে ফসলি জমি কেটে পুকুর খনন করছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর খনন অবস্থায় তাকে আটক করা হয়। পরে বালুমহাল ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার          টাকা জরিমানা ও পুকুর খনন বন্ধের নির্দেশ দেয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর