শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চরের মাটি কাটায় ১৪ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলার মেঘনা নদীতে জেঁগে ওঠা চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার দায়ে ১৪ জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে আটক হওয়াা ওই ১৪ জনকে রাতে কারাদন্ড দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। গতকাল সকালে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, হিজলার ‘চর দুর্গাপুর লঞ্চ ঘাটের’ পূর্ব দিকে মেঘনা নদীতে জেঁগে ওঠা চরের মাটি কিছুদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কেটে নিচ্ছিল একদল লোক। খবর পেয়ে নৌপুলিশের সহায়তায় হিজলার ইউএনও বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেন। আটকরা সরকারি চরের মাটি কেটে নেওয়ার কথা স্বীকার করেছেন। রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর