শিরোনাম
শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিদ্রোহী প্রার্থী সাময়িক বরখাস্ত

গাইবান্ধা প্রতিনিধি

আগামী ১০ ডিসেম্বর গাইবান্ধা জেলার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে বিএনপি ও জাতীয় পার্টি একক প্রার্থী দিলেও আওয়ামী লীগের দুই প্রার্থী মাঠে আছেন। এদের মধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী আবু বকর প্রধান। বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (নারিকেল গাছ)। বিপ্লবকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গাইবান্ধা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম ছাকা জানান, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব গঠনতন্ত্রবিরোধী কাজ করায় কেন্দ্রের নির্দেশ মোতাবেক তাকে পলাশবাড়ি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 বরখাস্তের চিঠি উপজেলা আওয়ামী লীগসহ কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের মতামত জানা যায়নি।

সর্বশেষ খবর