রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্রেতা সংকট, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

বাগেরহাট প্রতিনিধি

ক্রেতা সংকট, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

বাগেরহাটে ফুটপাথের মৌসুমি শীতের পোশাক ব্যবসায়ীদের খারাপ সময় যাচ্ছে। ক্রেতা না থাকায় অনেকটা হাত-পা গুঁটিয়ে বসে থাকছে হচ্ছে তাদের। একেকজন ব্যবসায়ী দেড় থেকে দুই লাখ টাকার পুরনো শীতের কাপড় দোকানে তুলে এখন হতাশায় ভুগছেন। অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে হাড় কাঁপানো শীত পড়ার কথা। অথচ এবার জেলার ৯টি উপজেলায় তেমন শীতের দেখা নেই। প্রতিবছর শীতের শুরুতেই জেলা ও উপজেলা সদররের অস্থায়ী ছাউনি দিয়ে রকমারি শীত পোশাকের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। প্রত্যেক দোকানে নারী-পুরুষসহ সব বয়সী মানুষের প্যান্ট, ব্লেজার, সোয়েটারে পাশাপাশি বিভিন্ন জামা-কাপড় রয়েছে। শরণখোলা উপজেলার রায়েন্দা স্কুলমাঠের মৌসুমি শীত কাপড় ব্যবসায়ী লোকমান হোসেন জানান, কয়েক বছর ধরে তিনি এই ব্যবসা করছেন। এবার দেড় লাখ টাকার মাল উঠিয়েছেন। গত বছর এই সময় প্রতিদিন ১৫-২০ হাজার টাকা বিক্রি হয়েছে। এবার বিক্রি দেড়-দুই হাজারে নেমে এসেছে। আ. রাজ্জাক নামে আরেক ব্যবসায়ী জানান, অন্য বছর শীতের শুরু থেকেই ক্রেতার চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে। জমজমাট বিক্রি হতো সকাল থেকে গভীর রাত পর্যন্ত। এবার বিক্রি নেই বললেই চলে। অন্য ব্যবসায়ীরাও বলেছেন এই হতাশার কথা। বিভিন্ন উপজেলার ফুটপাথের শীতের পোশাক বিক্রেতারা জানান, একে তো শীত নেই। তার ওপর করোনা আতঙ্কে মানুষ পুরনো কাপড়ের দোকানে তেমন একটা আসছেন না।

ফলে এবার লোকসানের আশঙ্কা করছেন তারা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর