রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

‘পাহাড়ে সম্প্রীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালির মধ্যে সম্প্রীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান। তিনি বলেন, ‘২১ বছরে পার্বত্যাঞ্চলে অনেক কিছু হয়েছে। রক্তপাত, সহিংসতা আস্থাহীনতার জালে বন্দী ছিল এ অঞ্চলের মানুষ। পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তৎকালীন শান্তিবাহিনীর সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল। এ পর্যন্ত শান্তি চুক্তির বেশির ভাগ ধারা বাস্তবায়ন করেছেন সরকার। একই সঙ্গে ব্যাপক উন্নয়নও করেছেন।’

নানিয়ারচর উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার  জেনারেল মো. ইফতেকুর রহমান গতকাল এ কথা বলেন। এ সময় লে. কর্নেল রফিকুল ইসলাম, লে. কর্নেল একেএম সালাউদ্দিন আজাদ, ত্রিদিব কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর