রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

‘করোনা হাসপাতালে’ অক্সিজেন ট্যাংক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে করোনার জন্য ‘ডেডিকেটেড’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর সিলেটে ‘করোনা হাসপাতাল’ হিসেবে পরিচিতি পাওয়া এ হাসপাতাল সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করছিল। অবশেষে গুরুত্বপূর্ণ এ হাসপাতালে স্থাপন করা হয়েছে ১০ হাজার লিটারের লিকুইড অক্সিজেন ট্যাংক। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘গত বৃহস্পতিবার অক্সিজেন ট্যাংক স্থাপনের কাজ শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর