রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

ভারতীয় সহকারী হাইকমিশনার নাটোরে

নাটোরে কালীপূজার উদ্বোধন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। গতকাল দুপুরে শহরতলীর আমহাটি এলাকার ভাদদাড়া কালী মন্দিরে তিন দিনব্যাপী কালী পূজার শুভ উদ্বোধন করেন তিনি। মন্দির কমিটির সভাপতি গণেশ ভট্টাচার্যের সভাপতিত্বে এ সময় ভারতীয় অতিথিকে বরণ করা হয়। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পূজা ও মন্দির কর্তৃপক্ষ। -নাটোর প্রতিনিধি

শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী রেল ব্রিজের নিচে তুরাগ নদের পাশ থেকে গতকাল সকালে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।  প্রক্ষ্যদর্শীরা জানান, রবিবার সকালে রেল ব্রিজের নিচে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। থানার এসআই মানিক মাহমুদ জানান, মৃত শিশুর গালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

-টঙ্গী প্রতিনিধি

ভাস্কর্য বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ। গতকাল সকালে শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ড. শওকত আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্যামলেন্দু পাল, জিয়াউর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান খান, নারায়ণ কর্মকার, ইকবাল হাসান তপু, প্রধান শিক্ষক শাহনাজ পারভিন প্রমুখ।

-নেত্রকোনা প্রতিনিধি

মাস্ক না পরায় জরিমানা

নাটোরের গুরুদাসপুরে মাস্ক না পরায় ১১জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা পৌর সদরের চাঁচকৈড় বাজারে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন। এ সময় মাস্ক না পড়ায় ১১জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।-নাটোর প্রতিনিধি

গণসমাবেশ

প্রতিবাদী গান, আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভার মধ্যদিয়ে নোয়াখালীতে ‘নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে জেগে ওঠ বাংলাদেশ’ শীর্ষক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসন খোরদেশ আলম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, মানবাধিকার কর্মী আবদুল আউয়াল, মোল্লা হাবিবুর রাসুল মামুন, লায়লা পারভীন, রেহনুমা আহমেদ, সায়দিয়া গুলরুখ প্রমুখ। দিনব্যাপী সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী নারী জাগরণী সংগীত পরিবেশন করে। এ ছাড়া নারীর আত্মরক্ষায় কারাতে ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।

-নোয়াখালী প্রতিনিধি

যুবকের কারাদন্ড

বাগেরহাটের মোংলা উপজেলায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগে যুবককে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যক্তিকে গতকাল বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ শুক্রবার বিকালে মনিরুজ্জামান বাদলকে (২৮) আটক করে।

-বাগেরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর