রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জমি নিয়ে বিরোধে গুঁড়িয়ে দেওয়া হলো পাকা স্থাপনা

ঠাকুরগাঁও প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে গুঁড়িয়ে দেওয়া হলো পাকা স্থাপনা

বালিয়াডাঙ্গীর দুর্গাপুর গ্রামে গুঁড়িয়ে দেওয়া স্থাপনা

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে সাংবাদিকদের নিজ বাসভবনে ডেকে এ অভিযোগ করেন ভুক্তভোগী খলিলুর রহমান। এর আগে শুক্রবার উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

খলিলুর রহমান ও তার পরিবারের অভিযোগ, স্থানীয় বাবুল মাস্টার ও তার ভাইয়েরা ৫০-৬৫ জন সন্ত্রাসী ভাড়া করে এক যুগ আগে নির্মিত তাদের বাথরুম, ল্যাট্রিন ও গবাদি পশুর রক্ষণাবেক্ষণের জন্য পাকা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়। স্থানীয় থানায় ফোন দিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থলে এসে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। খলিলুর রহমানের পুত্রবধূ জানান, হামলার সময় আমাদের কাউকে বাড়ি থেকে বের হতে দেয়নি। আমি একবার বের হওয়ার চেষ্টা করলে আমাকে ধাওয়া দেয়। অভিযুক্ত বাবুল হোসেন বলেন, চলাচলের রাস্তা দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি নিয়ে শালিস বসে। এতে সিদ্ধান্ত হয় ওই বাথরুম ও ল্যাট্রিন খলিলুর রহমান নিজেই ভেঙে ফেলবেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও না ভাঙ্গায় বাধ্য হয়ে আমরা লোকজন নিয়ে পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছি। তারা আদালতে গেলে আমরাও মামলা করব। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর