রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

১৮ কিলোমিটার সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

নওগাঁ প্রতিনিধি

১৮ কিলোমিটার সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

খানাখন্দে ভরা নওগাঁ-বদলগাছী সড়ক -বাংলাদেশ প্রতিদিন

সংস্কারের অভাবে নওগাঁ-বদলগাছী ১৮ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। পিচ উঠে বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ভারী ট্রাক চলাচল করায় অনেক জায়গা দেবে গেছে। ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। খানাখন্দে ভরা সড়কের প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বদলগাছী উপজেলা সদর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক সবশেষ ২০১৫ সালে প্রশস্তকরণ করা হয়। এরপর সড়কটিতে আর সংস্কার কাজ হয়নি। নওগাঁ থেকে এ সড়ক দিয়েই বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যেতে হয়। এ ছাড়া নওগাঁর পতœীতলা, সাপাহার ও ধামইরহাট উপজেলাবাসীর চলাচলের প্রধান রাস্তা এটি। রাস্তাটি ২২ টনের বেশি যান চলাচলের উপযোগী নয়, কিন্তু ৩০-৪০ টন ওজনের যানও চলাচল করছে। সিএনজি চালিত অটোরিকশা চালক কমল দে বলেন, সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাসচালক এমদাদ মোল্লা বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। আগে যেখানে নওগাঁ থেকে বদলগাছী যেতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগত, এখন লাগছে ৫০-৬০ মিনিট। খানাখন্দের কারণে গাড়ি প্রচুর ঝাঁকুনি খায়। নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, এ আঞ্চলিক সড়কে ছয় চাকার পণ্যবাহী ট্রাকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১৫ টন এবং ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ ধারণক্ষমতা ২২ টন। কিন্তু ট্রাকগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহন করছে। ভারী পণ্যবাহী যানবাহনের কারণে সড়ক দ্রুত নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, এ সড়কসহ নওগাঁর পাঁচটি আঞ্চলিক সড়ক সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। আপাতত গাড়ি যাতে চলতে পারে সে জন্য রাস্তাটির বেশি খারাপ অংশে ইট-খোয়া ফেলা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর