রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরে সড়কের পাশে লাগানো সরকারি বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা-বেলগাছী আঞ্চলিক সড়কের বেলগাছী তিনমাথা কবরস্থান এলাকায় শুক্রবার এ গাছ কাটা শুরু করেন তিনি। অভিযুক্ত ইউপি সদস্য রঞ্জু খা বলেন, গাছগুলো তিনি লাগিয়েছিলেন। তাই এখন কেটে নিচ্ছেন। এতে দোষের কিছু তো দেখছি না।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর আগে ওই সড়কের পাশে সরকারিভাবে শতাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ লাগানো হয়। গাছগুলো এখন বেশ বড় হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কটির সৌন্দর্য বর্ধনেও ভূমিকা রাখছে এ সব গাছ। কোনো প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই গাছগুলো কাটছেন সুঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য রঞ্জু খা। গত দুই দিনে প্রায় ১৬টি গাছ কাটা হয়েছে। সামাজিক বন বিভাগ শেরপুর রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, গাছগুলো এভাবে তিনি কাটতে পারেন না। শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, সুঘাট ইউপি চেয়ারম্যানকে কেটে ফেলা গাছগুলো হেফাজতে নিতে বলা হয়েছে। ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইউএনও লিয়াকত আলী সেখ জানান, গাছগুলো সরকারি হলে অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর