মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেল কুমিল্লা উত্তর আওয়ামী লীগ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেল কুমিল্লা উত্তর আওয়ামী লীগ

গত বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের এক বছর পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হাতে পায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। এক বছর আগে ২০১৯ সালের ১০ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কমিটির সভাপতি পদে মুহাম্মদ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে রৌশন আলী মাস্টারের নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরবর্তীতে এক বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে কুমিল্লা উত্তর জেলার সাতটি উপজেলার নবীন ও প্রবীণের সমন্বয় করে এবং মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাদের স্থান দেওয়া হয়েছে।  এবারের কমিটিতে পদের নামের ক্রমানুসারে অনেক ভিন্নতা দেখা দিয়েছে। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদ ব্যতীত অন্যান্য পদের পরে ‘আইন বিষয়ক সম্পাদক’ পদটি আগে এসেছে। পেছনে চলে যেতে হয়েছে গুরুত্বপূর্ণ পদ আওয়ামী লীগের গঠনতন্ত্রের তিন সাংগঠনিক সম্পাদক পদ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটিও। কমিটিতে সহ-সভাপতি হিসেবে কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অ্যাডভোকেট নিজামুল হকসহ ১১ জন সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগ নেতা বাসুদেব ঘোষ, চান্দিনা উপজেলার মো. শহিদুল্লাহ, মুরাদনগর উপজেলার গোলাম ফারুক রানা। সাংগঠনিক সম্পাদক পদে দেবিদ্বার উপজেলার হুমায়ূন কবির, আবুল কালাম আজাদ, মেঘনা উপজেলার নাছির উদ্দিন শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস উপজেলার পারভেজ সরকারকে রাখা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপিকে প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে। সাবেক ও বর্তমান কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক বলেন, দেরিতে হলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবীন-প্রবীণের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে। তবে দলের কিছু ত্যাগী নেতৃবৃন্দের নাম বাদ পড়েছে। তাদের রাখা হলেও আরও ভালো হতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর