মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অযত্ন-অবহেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি অযত্ন-অবহেলায় আছে। ২০০৮ সালে সাবেক পৌর চেয়ারম্যান মরহুম আবদুল হালিম উকিলের উদ্যোগে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। এরপর কেটে গেছে এক যুগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ধ্বংসের পথে স্মৃতিসৌধ। জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডে নালিতাবাড়ী বাজারে তিন রাস্তা মোড়ে ২০০৮ সালে একটি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। নির্মাণ করেন তৎকালীন পৌরসভার চেয়ারম্যান আবুল হালিম উকিল। পরবর্তীতে পৌরসভার মেয়র নির্বাচিত হন আনোয়ার হোসেন। এরপর মেয়র নির্বাচিত হন আবু বক্কর সিদ্দিক। এই দুই মেয়রের আমলে ওই স্মৃতিস্তম্ভটি অরক্ষিত ও অবহেলায় ধ্বংসের পথে।

এখন স্মৃতিস্তম্ভটির সীমানা প্রাচীরসহ কয়েক স্থানে ভেঙে গেছে। পুরো এলাকা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। গতকাল নালিতাবাড়ী মুক্ত দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর