মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার গমবীজ আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাদ্দকৃত সরকারি প্রণোদনার গমবীজ আটক করেছে এলাকাবাসী। এ সময় উদ্ধার করা হয় ২০ বস্তা গমবীজ। এসব বীজ রৌমারী উপজেলা কৃষি অফিসের গোডাউন থেকে ভ্যানে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে কৃষি বিভাগ আটককৃত বীজ জব্দ করে। গতকাল বিকালে উপজেলা পরিষদ হলরুমের পাশে বীজগুলো নিয়ে  যেতে আটক করা হয়। এলাকাবাসী জানান, গতকাল উপজেলা কৃষি অফিসের স্টোর থেকে ভ্যানে করে ২০ বস্তা গমবীজ নিয়ে যাচ্ছিলেন এক ভ্যানচালক। এ সময় তার সঙ্গে কোনো কৃষক ছিলেন না। হাতেনাতে বীজ পাওয়া গেলে ভ্যানচালক অবদুুল খালেককে আটক করে স্থানীয় এলাকাবাসী।

পরে ভ্যানচালকের ফোন পেয়ে জিয়াউর রহমান ঘটনাস্থলে আসেন এবং তিনি তা অস্বীকার করেন। রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, আটককৃত বীজগুলোর খবর পেয়ে জব্দ করি কিন্তু সেখানে কোনো কৃষককে পাইনি। তাই এখন কিছু বলাও যাবে না। উপজেলা প্রশাসনের নির্দেশেই তা সেখানে জমা করা হয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাদ্দকৃত গমবীজ কৃষি অফিসের বাইরে কী করে এলো তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে যদি কোনো সরকারি অফিসার জড়িত থাকেন তার বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, কেউ গমবীজ আটকের ঘটনায় থানায় কোনো অভিযোগ কিংবা মামলা করেননি। উল্লেখ্য, চলতি বছর রৌমারী উপজেলায় মোট ৮ হাজার ৩৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য পুনর্বাসন প্রণোদনার অংশ হিসেবে গমবীজ বরাদ্দ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর