বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় একজনের ফাঁসি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকায় গৃহবধূ হত্যা মামলায় রফিকুল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল আসামির উপস্থিতিতেই এই আদেশ দেন। এই রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। মামলার বাদী হেনা বেগম বলেন, ‘আমরা এই রায়ে খুশি। চাই রায় দ্রুত বাস্তবায়ন হোক। মাদারীপুর জজ কোর্টের পিপি সিদ্দিকুর রহমান সিং জানান, ইতালি প্রবাসী রুহুল আমিন সাদ্দামের স্ত্রী রুমা আক্তার (২৬) মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকার ভাড়া বাসায় থাকত। হত্যার ঘটনার তিন বছর আগে রুমার সঙ্গে সদর উপজেলার শিরখাড়া গ্রামের পান্নু হাওলাদারের ছেলে রফিকুল ইসলামের প্রেম হয়। ২০১৮ সালের ১৪ মার্চ রাতে রফিকুল কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে রুমার হাত-পা বেঁধে ফাঁস লাগিয়ে হত্যা করে। দুদকের মামলায় কর্মকর্তার কারাদন্ড : ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে দুদকের করা মামলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড এবং দুই লাখ চার হাজার টাকা জরিমানা করেছে আদালত। ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মজিবর রহমান গতকাল এ আদেশ দেন। দন্ড পাওয়া শরিফ আহমেদ দেওয়ান (৫৬) শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর আখড়া গ্রামের আবদুর রাজ্জাক দেওয়ানের ছেলে। শরিফ শরীতপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অফিস সহকারী কাম হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

সর্বশেষ খবর