বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মাদারীপুর ও ভোলা মুক্ত দিবস আজ

প্রতিদিন ডেস্ক

আজ ১০ ডিসেম্বর। মাদারীপুর ও ভোলা জেলা পাক হানাদারমুক্ত হয়েছিল। এছাড়া গতকাল নেত্রকোনা জেলা ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলা হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। মাদারীপুর : ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে টানা ৩৬ ঘণ্টা সম্মুখযুদ্ধের পর মাদারীপুর শত্রুমুক্ত হয়। এর আগে ২৫ নভেম্বর শিবচর, ৪ ডিসেম্বর রাজৈর ও ৮ ডিসেম্বর কালকিনি থানা মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে। ভোলা : প্রতি বছরের মতো দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ভোলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। নেত্রকোনা জেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল হানাদারমুক্ত দিবস পালন করেছে। একইভাবে পালিত হয়েছে টাঙ্গাইলের নাগরপুর হানাদারমুক্ত দিবস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর