বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফসল নষ্ট করে ১৩ বিঘা জমি দখল!

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার সেনিহাড়ি সরকার পাড়ায় জমির দখল নিতে ট্রাক্টরের হাল দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুহিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী জমি মালিক রাজেকুল ইসলাম। আসামিরা হলেন- সেনিহাড়ি সরকার পাড়া গ্রামের হুমায়ন কবির, সাদেকুল ইসলাম, মাজাহারুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবু সুফিয়ান, রুস্তম আলী, জয়নুল হক, সানি, আবির।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, ওয়াফক সম্পত্তির মালিক রাজেকুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি এই সম্পত্তি ভোগ করে আসছেন। একটি মহল জমিগুলো দখলের পাঁয়তারা করছে। রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন কুমার রায় জানান, সদর ইউএনওর কাছে ১৩ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ দেওয়া হয়েছে। ইউএনওর নির্দেশে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা সূত্রে জানা যায়, রাজেকুল ইসলামের সঙ্গে ওয়াকফ সম্পত্তি নিয়ে তার চাচাতো ভাই ও প্রতিবেশীদের বিরোধ চলছে। ওয়াকফ সম্পত্তির মোতওয়ালী নিযুক্ত হওয়ার পর  থেকেই রাজেকুলকে বিবাদীরা বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এই মধ্যে গত সোমবার সকালে জমিতে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে রোপণ করা পিঁয়াজ, রসুন, আলু, সরিষা, মরিচ ও গম খেত নষ্ট করে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর