বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সাঁথিয়া পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল

পাবনা প্রতিনিধি

উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া মামলায় পাবনার সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান আদালতে এ মামলার চার্জশিট জমা দেন। আতিকুর রহমান জানান, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়ায় বাস্তবায়নাধীন কাজের বিল পরিশোধের জন্য পরিচালিত সোনালী ব্যাংক সাঁথিয়া শাখা থেকে বিভিন্ন সময় ৫ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৯৮৪ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করেছেন। মেয়র নির্দিষ্ট সময়ের মধ্যে কথিত ঋণ হিসেবে উত্তোলন করা অর্থের বিপরীতে চার কোটি ৪৭ লাখ ৫ হাজার টাকা ফেরত দেন। অবশিষ্ট এক কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন।

সর্বশেষ খবর