শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

উৎসবমুখর পরিবেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

পৌরসভা নির্বাচন ভোটের হাওয়া

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উৎসবমুখর পরিবেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

খুলনা দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীসহ নির্বাচনের চার মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন কর্মী-সমর্থকরা। তবে শেষ পর্যন্ত এ পৌরসভায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা। জানা যায়, চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সনত কুমার বিশ্বাস বর্তমান পৌরসভা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সর্বশেষ ২০১৯ সালের উপজেলা নির্বাচনে এ পৌরসভা ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী ১ হাজার ২০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ফলে পৌরসভা নির্বাচনেও তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী আবুল খয়ের খান ২০০৪ সালে পৌরসভায় প্রথম প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন। ২০১১ সালের পৌরসভা নির্বাচনে তিনি বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার ম লের থেকে মাত্র ১৬৭ ভোট কম পেয়েছিলেন। তবে গত ১০ বছরে পৌরসভা এলাকায় বিএনপির কর্মী-সমর্থক কমতে থাকায় প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে প্রচারণায় তাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। এদিকে সাবেক মেয়র অচিন্ত্য কুমার ম ল এবার স্বতন্ত্র প্রার্থী। তার পক্ষে আওয়ামী লীগের একটি অংশ কাজ করছে। অপর স্বতন্ত্র প্রার্থী গৌতম কুমার রায় একজন ধর্ম প্রচারক। তিনি ইসকন জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ। সামাজিক কর্মকাে র পাশাপাশি গৌতম কুমার রায় হঠাৎ করেই প্রার্থী হয়েছেন। তার পক্ষে ইসকন সমর্থকরা প্রচারণায় রয়েছেন।   ভোটাররা বলছেন, উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে যে প্রার্থী কাজ করবেন ভোটাররা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। চালনা পৌরসভায় সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ ডিসেম্বর এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ খবর