শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হাজতখানা থেকে আসামির পলায়ন পাঁচ পুলিশ প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ কারাগার থেকে আদালতে হাজিরা দিতে নিয়ে আসা হত্যা মামলার এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দেওয়ার জন্য এসে আসামি ইকবাল হোসেন কোর্ট হাজত থেকে পালিয়ে যান। এদিকে,  ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবীর নেতৃত্বে তিন সদসের একটি কমিটি হয়েছে। ইকবাল হোসেনের বাড়ি দোয়ারাবাজার উপজেলার উস্তেঙ্গের গাঁও এলাকায়।

স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার অভিযোগে মামলায় গ্রেফতারের পর জেলহাজতে ছিলেন তিনি। ২০১৭ সালের ১৩ জুন ইকবাল হোসেনের ঘরের পাশের জঙ্গল থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহতের মা আমিনা বেগম বাদী হয়ে ইকবালের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আরও জানায়, ইকবালকে আদালতে হাজির করা হয়। বিকালে কোর্ট হাজত থেকে আসামিদের কারাগারে ফেরত নেওয়ার সময় দেখা যায় ইকবাল নিখোঁজ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোনো একসময় পালিয়ে গেছেন তিনি। এদিকে ইকবালকে ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। গতকাল বিকাল পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হাজত থেকে আসামি পলায়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটি দ্রুত রিপোর্ট দেবে। এতে যাদের দায়িত্বে অবহেলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর