শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফসলি জমিতে জুয়ার আসর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে ফসলি জমিকে মাঠ বানিয়ে সেখানে দীর্ঘদিন থেকে জুয়ার আসর চলে আসছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়ার আসর চলায় জুয়াড়িদের বিরুদ্ধে প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না এলাকাবাসী। স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে সংবাদকর্মীরা উপজেলার নসরতপুর গ্রামের জুয়ার আসরে পৌঁছানোর আগেই খেলার সরঞ্জাম ফেলে পালিয়ে যায় জুয়াড়িরা। এলাকাবাসী জানায়, ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের নসরতপুর গ্রামের ফসলি জমিতে নাদু মিয়া নামে এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলে আসছে জুয়ার আসর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ লাখ টাকা জুয়া খেলা হয় সেখানে। প্রতিদিন দূরদূরান্ত থেকে লোকজন আসে এখানে জুয়া খেলতে। জুয়াড়িরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে আশপাশ এলাকায় পাহারা বসিয়ে রাখে। স্থানীয়রা প্রভাবশালীদের ভয়ে জুয়াড়িদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। ধুনট থানার ওসি কৃপাসিন্ধু বালা বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কয়েকটি মামলাও করা হয়েছে। জুয়ার আসরের বিষয়ে কেউ জানায়নি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর