শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু সমবায়ভিত্তিক সমাজ গড়তে চেয়েছিলেন

------- স্বপন ভট্টাচার্য্য

নিজস্ব প্রতিবেদক, খুলনা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু সমবায়ভিত্তিক সমাজ ও দেশ গড়তে চেয়েছিলেন। এ কারণে ১৯৭২ সালের সংবিধানে সমবায়ের ওপর জোর দেওয়া হয়। সমবায়ের বিকাশ হলে আমরা স্বাবলম্বী জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারব। গতকাল তিনি খুলনা সমবায় ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী সমবায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সমবায়ী উৎপাদকদের বাজারজাতকরণের দুর্বলতার কারণে উৎপাদক ও ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়, মুনাফা করে দালাল ও মধ্যস্বত্বভোগীরা। সমবায়ভিত্তিক পণ্য সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা এখানে বিশেষ অবদান রাখতে পারে। খুলনা আঞ্চলিক সমবায় ইনটিটিউটের অধ্যক্ষ মোহা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমান। এর আগে সকালে প্রতিমন্ত্রী খুলনা নগরীর কেডি ঘোষ রোডে পাঁচ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে সমবায় ব্যাংকের নয়তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর