মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
আশুগঞ্জ আখাউড়া ফোর লেন

নকশার পরিবর্তন দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জ-আখাউড়া প্রস্তাবিত ফোর লেন সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজারে গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত গ্রামের কয়েক শ মানুষ অংশ নেন। এলাকাবাসী বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে এক দেড় কিলোমিটার বাঁক দিয়ে সাত গ্রামের ওপর দিয়ে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, বর্তমান নকশা অনুযায়ী সড়কটি বাস্তবায়ন করা হলে দক্ষিণ ইউনিয়নের তিনটি মসজিদ, তিনটি মার্কেট, সাতটি কবর স্থান, তিনটি ঈদগাহসহ বহু বাড়িঘর  ভাঙা পড়বে।

এতে বঙ্গের চর, সাতপাড়া, দ্বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর গ্রামের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তাদের দাবি, নকশা সামান্য পরিবর্তন করে সড়কটি নির্মাণ করা হলে রক্ষা পাবে বসতভিটাসহ বহু স্থাপনা। তাছাড়া এতে সড়কের দূরত্বও কমে যাবে এবং সরকারের ১৫০ কোটি টাকা সাশ্রয় হবে। মানববন্ধন শেষে তারা আখাউড়ার ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর