শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

যমুনার ভাঙনে হুমকির মুখে স্কুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনার ভাঙনে হুমকির মুখে স্কুল

সিরাজগঞ্জের চৌহালীতে শুষ্ক মৌসুমেও যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের কবলে পড়ে বিলীন হওয়ার উপক্রম হয়েছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দক্ষিণ চরসলিমাবাদ গ্রামের পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এ বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হলে চারগ্রামের তিন শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অঙ্কুরেই শেষ হয়ে যাবে। এ অবস্থায় দ্রুত বিদ্যালয়টিসহ গ্রামগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন জানান, নদী ভাঙন কবলিত চারগ্রামের দরিদ্র পরিবারের  ছেলেমেয়েরা স্কুলটিতে  লেখাপড়া করে। আশপাশে আর কোনো স্কুল না থাকায় শিক্ষার জন্য এ স্কুলটিই তাদের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙতে ভাঙতে ক্রমেই স্কুলটির কাছে চলে এসেছে নদী। যে কোনো সময় স্কুলটি নদীগর্ভে চলে  যেতে পারে। খোরশেদ আলম নামে এক শিক্ষার্থীর অভিভাবক বাবুল আক্তার, জাহাঙ্গীর ফকির ও মজিবর রহমান জানান, স্কুলসহ বসতবাড়ী জমিজমা বিলীন হয়ে গেলে একদিকে যেমন আমরা নিঃস্ব হয়ে পড়ব অন্যদিকে শিশুদেরও লেখাপড়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় হোমিও চিকিৎসক আসাদুল ইসলাম ছালিন জানান, সরকার ভাঙন রক্ষায় বোল্ডার ফেলে কিছুটা চেষ্টা করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবারের বন্যায় বোল্ডারসহ সবকিছু বিলীন হয়ে  গেছে। সংশ্লিষ্টদের মতে নদীর পাড়ে ব্লক Ÿসিয়ে সমাধান করা দরকার। এতে ফল পাওয়া যাবে অনেকের আশাবাদ। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী জানান, বিদ্যালয়সহ  ইউনিয়নের বেশিরভাগ গ্রামই যমুনার ভাঙনে কবলে পড়েছে।

অথচ ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ফলে স্কুলটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত  হয়েছে। এ সময় পর্যন্ত একটি মালিকানাধীন জায়গায় স্কুলের কার্যক্রম চালানোর ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ খবর