মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘন কুয়াশায় পচছে সবজি

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

ঘন কুয়াশায় পচছে সবজি

ঘন কুয়াশায় আলু ও শিমগাছের পাতা পচে যাচ্ছে। রাসায়নিক ছিটিয়ে শিমগাছ রক্ষার চেষ্টা করছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ীর কৃষক আমিনুর মিয়ার মতো অনেকে। প্রচ- শীত আর ঘন কুয়াশায় লালমনিরহাটে পচে যাচ্ছে শিম, লাউ, ফুলকপি, করলা, আলু, শাকসহ বিভিন্ন রবিশস্য। ফসল রক্ষায় সার ও কীটনাশক ব্যবহার করেও  কাজ হচ্ছে না। ফলে কৃষকদের দিন কাটছে হতাশায়। জেলায় চলতি রবি মৌসুমে ১৪ হাজার ৯১৮ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে, বৈরী আবহাওয়ায় রবি ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, জানুয়ারির শুরুতেই টানা শৈত্যপ্রবাহের কবলে পড়বে দেশ। এবার জেলার পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় চাহিদার চেয়েও বেশি রবিশস্য চাষ করেছে কৃষক। টানা বন্যার কারণে অন্য সময়ে সবজির বাজার ছিল চড়া। এ কারণে এবার সবজি চাষ হয় বেশি। কিন্তু মৌসুমের শুরুতেই ঘন কুয়াশায় কৃষকের স্বপ্নের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট ফসল ও পাতা পচা রোগ থেকে বাঁচাতে কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর