মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানসহ ৫ ইউপি সদস্য বরকাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি

করোনাকালে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম ধরা পড়ায় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউপি চেয়ারম্যান জুয়েল ও পাঁচ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত নোটিস এসে পৌঁছেছে।

 জেলা প্রশাসন গতকাল বিষয়টি নিশ্চিত করে। বরখাস্ত ইউপি সদস্যরা হলেন- ১ নম্বর ওয়ার্র্ডের আশরাফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের শান্তি বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ডের আবদুর মজিদ, ৬ নম্বর ওয়ার্ডের গোলাম রসুল ও ৮ নম্বর ওয়ার্ডের মো. রসুল। তাদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না জানতে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর কারণ দর্শাতে বলা হয়েছে নোটিসে।

উল্লেখ্য, ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম ধরা পড়ে মধুহাটি ইউনিয়নে। ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল কয়েকজন সদস্যের যোগসাজশে একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রায় ৪০টি কার্ড বানিয়ে চাল আত্মসাৎ করেন। ৩০০ কার্ডে এ অনিয়ম ধরা পড়ে। সরকারের একটি দল সরেজমিন তদন্ত করে দুর্নীতির প্রমাণ পায়।

সর্বশেষ খবর