মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পৌর মেয়রের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্ত্রী সোনিয়া আক্তার। তাকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সোমবার চাঁদপুর প্রেস ক্লাবে মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন স্ত্রী সোনিয়া আক্তার। সংবাদ সম্মেলনে জানানো হয়,  ১০ বছর আগে মাহফুজুল হকের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। মাহফুজুল হক পাঁচ বছর আগে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপরই তার চারিত্রিক পরিবর্তন শুরু হয়। নেশায় জড়িয়ে পড়া এবং বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

এসবের প্রতিবাদ করলে স্ত্রী সোনিয়া আক্তারকে নির্যাতন করা হতো। কয়েক মাস আগে মেয়র মাহফুজুল হক প্রথম স্ত্রী সোনিয়াকে কোনো কিছু না জানিয়ে কুমিল্লায় দ্বিতীয় বিয়ে করেন। প্রতিবাদ করায় মেয়র মাহফুজুল হক তার প্রথম স্ত্রী সোনিয়াকে বিভিন্নভাবে নির্যাতন এবং ঘর থেকে বের করে দেন। এ অবস্থায় বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। এরপর থেকে সোনিয়া ও তার বাবা, দুলাভাইসহ পুরো পরিবারের সবাইকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। এ ছাড়া সোনিয়ার ভগ্নিপতির কাছ থেকে ঠিকাদারি ও ব্যবসার কথা বলে ৭ লাখ ৭০ হাজার টাকা ধার নেন। সেই টাকা চাওয়ায় তাকেও  হুমকি দিচ্ছে।

সর্বশেষ খবর