বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নানা আয়োজনে সারা দেশে বিজয় দিবস উদযাপন

প্রতিদিন ডেস্ক

নানা আয়োজনে সারা দেশে বিজয় দিবস উদযাপন

লক্ষ্মীপুরে হাত উঁচিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ

মহান বিজয় দিবস ছিল গতকাল। সারা দেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পণ, পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। প্রতিনিধিদের খবর-

গাজীপুর : ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। শ্রীপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। দুপুরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া টঙ্গীতে বিজয় র‌্যালি ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। টঙ্গী সিলমুন এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান, মো. ইশাহাক প্রমুখ।

মানিকগঞ্জ : শহীদ স্মৃতিস্তম্ভে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এএম নাঈমূর রহমান দুর্জয়, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ। নরসিংদী : জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন হারুনুর রশিদ, অ্যাডভোকেট শাজাহান, দীন মোহাম্মদ দীপু, গোলাম কবির কামাল প্রমুখ। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। গতকাল উপজেলার মাযহারুল হক অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি। কুমিল্লা : ভোরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আকম বাহাউদ্দিন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম, হাইওয়ে কুমিল্লার পুলিশ সুপার নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে আঞ্জুম সুলতানা এমপি, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, এফবিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান প্রমুখ মডার্ন কমিউনিটি সেন্টার এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। চাঁদপুর : অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা বিএনপি, প্রেস ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, পাউবোর নির্বাহী প্রকৌশলী রেফাত জামিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন।

শেরপুর : জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এরপর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

শরীয়তপুর : শরীয়তপুর সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসক পারভেজ হাসান ও পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবিদুর রহমান খোকা শিকদার পুষ্পস্তবক অর্পণ করেন। বাগেরহাট : শহরের দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সকালে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠন। এ ছাড়া, মোংলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। ব্রাহ্মণবাড়িয়া : শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হায়াত উদ  দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ। ফেনী : শহরের জেল রোডে মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। লক্ষ্মীপুর : শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা, বাগবাড়ী গণকবরে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া, বিজয় র‌্যালি, মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। খাগড়াছড়ি : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উংষানু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। নেত্রকোনা : দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী আবদুর রহমানে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার আকবর আলী মুনসী। মাদারীপুর : ভোরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাহবুব হাসান প্রমুখ। মৌলভীবাজার : মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ। কলাপাড়া (পটুয়াখালী) : শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রশাসনিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্বনাথ (সিলেট) : বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে উপজেলার প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর