বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়ক উন্নয়নে বাধা

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

সড়ক উন্নয়নে বাধা

মেহেরপুর পৌর এলাকায় এবড়োখেবড়ো সড়ক

প্রভাবশালী একটি মহলের জন্য দীর্ঘদিন ধরে  মেহেরপুর পৌরসভার সড়কগুলোর বেহাল দশা। ওই মহলটি সবসময় সরকারের উন্নয়নে বাঁধা দিয়ে আসছে বলে অভিযোগ মেহেরপুর পৌর মেয়রের। সংস্কার না হওয়ায় পৌরসভার সড়কগুলো খানাখন্দে ভরা। এসব সড়ক সংস্কার করা হয়নি প্রায় ২ যুগ। বছরের পর বছর সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। তবে মেহেরপুর

পৌরকর্তৃপক্ষের দাবি করোনাকালীন সময়ের কাজ বন্ধ ও সরকারের উন্নয়ন প্রকল্প একটি মহলের বাধার কারণে মেহেরপুর পৌরসভার সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কর্মকা  বাধাগস্ত হচ্ছে।  ১৮৬৩ সালে স্থাপিত মেহেরপুর পৌরসভা। ২০০১ সালে ১৭ দশমিক ৬০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রথম শ্রেণিতে উন্নত হয় মেহেরপুর পৌরসভা। প্রথম শ্রেণির  এই পৌরসভায় কাগজে কলমে ৪৪.৪৫ কিলোমিটার পিচে সড়কের আস্তিত্ব আছে। কিন্তু বাস্তবে ১৫-২০ কিলোমিটার রাস্তায় পিচ খুঁজে পাওয়া যায়। পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, একটি প্রভাবশালী রাজনৈতিক মহল মেহেরপুর পৌরসভার কাজে সব সময় বাঁধা দিয়ে আসছে। সরকার কর্তৃক বরাদ্দ জন্য আবেদন করলেই এ মহলটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাব খাটিয়ে ফাইল আটকিয়ে দেয়। এমনকি বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে প্রকল্প না দেওয়া বা বাতিল করার জন্য হুমকি-ধমকিও দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর