বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

লালমনিরহাটে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

লালমনিরহাট প্রতিনিধি

এক সপ্তাহ ধরে লালমনিরহাটে তীব্র ঠান্ডা বিরাজ করছে। শীতে কাহিল হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ। শীতে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে জেলার ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১১ জন। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্যাজমা রোগে (এআরআই) আক্রান্ত হয়েছে ৩৯ জন। অন্যান্য ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। এছাড়া ১৫ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত প্রায় এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩২৫ জন। এআরআই রোগে আক্রান্ত হয়েছেন ৭১ জন। অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৯৮ জন। লালমনিরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু কুমার রায় বলেন, শীতকালে শিশুদের এবং বৃদ্ধদের একটু বেশি যতেœর প্রয়োজন হয়। এছাড়া তিনি শ্বাসকষ্টজনিত রোগ এড়াতে ঠান্ডার পাশাপাশি সবাইকে ধূলিবালি এড়িয়ে চলার পরামর্শ দেন।

সর্বশেষ খবর