শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজার!

ঝিনাইদহ প্রতিনিধি

নরমাল ডেলিভারির পর জোরপূর্বক অজ্ঞান করে প্রসূতিকে সিজার করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ভুক্তভোগী রানী বেগম ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি গ্রামের আল আমিনের স্ত্রী। অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার রাতে রানী বেগম নামে এক প্রসূতির প্রসব বেদনা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে শেফা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। ওই সময় ডাক্তার রোকসানা পারভিন জানান, দ্রুত অপারেশন করতে হবে না হলে প্রসূতি ও সন্তান বাঁচানো যাবে না। স্বজনদের সঙ্গে সিজারের জন্য ১২ হাজার টাকায় চুক্তি হয়। প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পরই নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তান জন্ম হয়। তারপরও জোর করে ডাক্তার এবং ক্লিনিক ম্যানেজার মাসুদ হোসেন সিজারের প্রস্তুতি নেন। প্রসূতি বাধা দিলে ম্যানেজার তাকে মারধর ও গালাগাল করেন। পরে জোরপূর্বক অজ্ঞান করে সিজার করা হয়। প্রসূতির স্বামী আল আমিন ঘটনা তদন্ত করে বিচার দাবি করেন। অভিযুক্ত ডাক্তার ও ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ক্লিনিক মালিক ফিরোজুল হক জোরপূর্বক সিজার ও প্রসূতিকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

সর্বশেষ খবর