শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পর্যটকে মুখরিত কুয়াকাটা

কলাপাড়া প্রতিনিধি

পর্যটকে মুখরিত কুয়াকাটা

পর্যটক আগমনে মুখরিত কুয়াকাটা। অনেকে বিজয় দিবসের ছুটিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন। সৈকতের জিরো পয়েন্ট, ইকো পার্ক, লেম্বুর চর, শুঁটকি পল্লি, রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেটসহ আকর্ষণীয় স্পটগুলো পর্যটক ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল মুখরিত। রেস্তোরাঁ, আবাসিক হোটেল, চায়ের দোকানগুলো এখন সরগরম। হৈ হুল্লোর আর সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেফলি তুলে উপভোগ করেছেন পর্যটকরা। স্থানীয় ও কুয়াকাটায় আসা পর্যটকেরা বলেছেন, এক  সময় কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত মাত্র ২২ কিলোমিটার সড়কপথে তিনটি নদীতে ফেরি পারাপার ছিল চরম ভোগান্তির। সেখানে ফেরির পরিবর্তে সেতু হয়েছে। এ কারণে বিশেষ দিনগুলোতে কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীরা বেশি এসেছে। এদিকে পর্যটকের নিরাপত্তাব্যবস্থা কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন স্পটে টহল জোরদার করেছেন। পর্যটক জেসমিন ও কবির দম্পতি বললেন, ছেলে মেয়েদের স্কুল বন্ধ। তাই কুয়াকাটায় আসা। এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছিলাম। তখনকার কুয়কাটা আর বর্তমান কুয়াকাটা এক নয়। অনেক পরিবর্তন হয়ে গেছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর বদরুল আলম বলেন, আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণে নিরাপত্তা নিশ্চিতসহ দর্শনীয় স্থানে পুলিশের টহল রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর