রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

তিন বিকাশ প্রতারক আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের তিনজনকে আটক করেছেন র‌্যাব-৮ সদস্যরা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটকরা হলো- মফিজুল খান মহি, ঠান্ডু শেখ ও মিলন মাতুব্বর। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, বিকাশ প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল তারা। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন মোবাইল সিম বিক্রেতার সঙ্গে যোগসাজশে ভুয়া নামে সিমকার্ড রেজিস্ট্রেশন করে। ওই সিমকার্ড ব্যবহার করে ভুয়া বিকাশ অ্যাকাউন্ট খুলে অর্থের বিনিময়ে বিকাশ এজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে। পরে ভুয়া রেজিস্ট্রেশন করা মোবাইল সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর