রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মা সেতু দেশে দারিদ্র্য কমাবে

-স্থানীয় সরকারমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পদ্মা সেতুর ফলে এ দেশে দারিদ্র্যের হার ৫ ভাগ কমবে। অর্থনীতিবিদগণ বলেন, পদ্মা সেতু হওয়ায় জিডিপি এক শতাংশের অধিক বেড়ে যাবে। মাদারীপুরের শিবচরে ৫০০ আসনবিশিষ্ট নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মালটিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সারা দেশে ১০০ ইকোনমিক জোন গড়ে তোলা হবে। এ দেশ কৃষিতে সমৃদ্ধ। কিন্তু জনসংখ্যা প্রচুর। এত মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর শিল্পকারখানা গড়ে তুলতে হবে। পদ্মা সেতু ঘিরে সারা দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। অসংখ্য শিল্পকারখানা গড়ে তোলা হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

সর্বশেষ খবর