সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চিনিকলের জমিতে ড্রাগন ফলের চাষ

দিনাজপুর প্রতিনিধি

সেতাবগঞ্জ চিনিকলের পরিত্যক্ত জমিকে সমতল করে ড্রাগন চাষ হচ্ছে। গত তিন বছর ধরে এই ড্রাগন চাষ হচ্ছে। দিনাজপুরের সেতাবগঞ্জ সুগারমিলের অধীন কান্তা ফার্মের আওতাধীন ১৬ একর জমিতে এবার ড্রাগন চাষের জন্য ২৫ লাখ টাকায় লিজ দেওয়া হয়েছে। এই লিজের মেয়াদ চলতি মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চিনিকলের জমিতে আখ চাষ করা হয়। পরিত্যক্ত জমিকে ফেলে না রেখে এটা লাভজনক করতেই এই ড্রাগন চাষ করা হয়েছে এবং এ ড্রাগন ফল চাষে এক বছরের জন্য লিজ দেওয়া হয়। সেতাবগঞ্জ চিনিকলের আখ মাড়াই বন্ধ রয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের ৫-৬ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এই চিনিকলের এই দুর্দিনের সময় লিজের মেয়াদ শেষ হতে চললেও পুরো টাকা জমা হয়নি বলে জানান সেতাবগঞ্জ সুগারমিলের আওতাধীন কান্তা ফার্মের ইনচার্জ আবদুল্লাহেল কাফি।

সর্বশেষ খবর